Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্ধ পাটকলগুলো চালু করা মুজিববর্ষে আমাদের অঙ্গীকার’


১৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৫

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিটিএমসির উৎপাদন বাড়বে। সেই লক্ষে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বন্ধ পাটকলগুলো চালু করা মুজিববর্ষে আমাদের অঙ্গীকার।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) ভবনে স্থাপিত রেইনি রুফ হোটেলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিটিএমসির সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। এতে বাড়বে দেশের উৎপাদনশীলতা। বিটিএমসির সকল মিলসমূহ পিপিপি’র মাধ্যমে চালু করার প্রক্রিয়াও চলমান রয়েছে। এতে বিটিএমসি ও বস্ত্রখাতের সকল অংশীজনের মধ্যে সেতুবন্ধন স্থাপন করা সম্ভব হচ্ছে ।

এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) পাটকল বস্ত্র ও পাটমন্ত্রী বিটিএমসি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর