Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লম্বা লড়াই, জনগণ ই এ লড়াইয়ের মূল অস্ত্র: অনুরাগ কাশ্যপ


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৬

ভারতের দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রযোজক অনুরাগ কাশ্যপ বলেছেন, এ লড়াই লম্বা লড়াই আর জনগণ ই এ লড়াইয়ের মূল অস্ত্র। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে এনডিটিভি।

তিনি আরও বলেন, নাগরিকত্ব আইন বিরোধী এই লড়াই জিততে হলে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। এক বা দুই দিনের মধ্যে এই লড়াই শেষ হবে না। আমাদের সকল প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রচারণায় শুরু থেকেই উচ্চকন্ঠ অনুরাগ কাশ্যপ। বলিউডের অন্যান্যরা যখন সরকারবিরোধী এই আন্দোলন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন, তখন তার অবদান ছিল চোখে পড়ার মতো।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আরও বলেন, এ লড়াইয়ের ময়দানে তারা একা নন। সবাই একজোট হয়ে এই কালো আইনের বিরুদ্ধে লড়তে হবে। হয়তো সবাই রাস্তায় নামছেন না, কিন্তু সবাই আপনাদের সঙ্গে আছেন।

সবশেষে অনুরাগ কাশ্যপ বলেন, বহুবছরের মধ্যে এই আন্দোলনেই ভারত দেখলো জনতার ঐক্যকে কেউ পাশ কাটিয়ে যেতে পারে না। জওহরলাল ইউনিভার্সিটি থেকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই দেখেছে জনতার শক্তি। ধৈর্য্য ধরে অপেক্ষা করতে পারলে বিজয় আমাদের সুনিশ্চিত।

অনুরাগ কাশ্যপ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ভারত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর