কাপ্তাই লেকে আনন্দ ভ্রমণ যেভাবে পরিণত হয় শোকে
১৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৫
রাঙামাটি: জেলার কাপ্তাই লেকে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুবলং যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র ঘরে চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টসের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে ৫০ জনের একটি দল আনন্দ ভ্রমণে রাঙ্গামাটিতে বেড়াতে যান। সকালে তারা দু’টি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সুবলং এর উদ্দেশে রওয়ানা দেন।
এর মধ্যে একটিতে ৩০ জন ও আরেকটিতে ২০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে একটি নৌকা থেকে আরেকটি নৌকায় কামরাঙ্গা ছোড়াছুড়ি করা হয়। এসময় অন্য নৌকার অধিকাংশ যাত্রী বেখেয়ালে কামরাঙ্গা ধরতে নৌকার এক কোণে চলে আসেন। এসময় নৌকাটি ভারসাম্য রক্ষা করতে না পেরে লেকের পানিতে ডুবে যায়।
পরে সাঁতার জানা লোকেরা সাঁতরে লেক পার হলেও শিশুসহ বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। উৎসব মুহূর্তেই পরিণত হয়ে যায় শোকে।
নৌকাডুবিতে নিহতরা হলেন- রিনা আক্তার (৩২), শিলা আক্তার (২৭), আসমা আক্তার (২২) ও আফরোজা আক্তার (১৪)। একজনের নাম-পরিচয় জানা যায়নি।
কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬
রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, রাঙ্গামাটিতে ডুবুরি না থাকার পরও ফায়ার সার্ভিসের সদস্যরা হ্রদের পানি থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে। এসময় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক শিশুকে নিহতদের মরদেহ উদ্ধারের পরও জীবিত উদ্ধার করা হয়। শিশুটি নৌকার এক কোনের যে অংশটি ডোবেনি সেখানে আশ্রয় নিয়ে বেঁচে ছিল।