Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪০

রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটিতে পৃথক দু’টি ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে এখন ৬ জনে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কর্ণফুলী নদীতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে রাঙামাটি জেলা শহরের ডিসি বাংলো এলাকার কাপ্তাই হ্রদে নৌকাডুবে পাঁচ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- রিনা আক্তার (৩২), শিলা আক্তার (২৭). আসমা আক্তার (২২) ও আফরোজা আক্তার (১৪)। তবে একজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

এছাড়া কর্ণফুলীতে নিহতের নাম দেবলিনা দে (১০)। সে চট্টগ্রাম কোতয়ালী থানার হাজারিগলি এলাকার রতন দে এর কন্যা। নিখোঁজ অন্যরা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার (৩০) ও ছেলে বিজয় মজুমদার (৫)। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

কাপ্তাইয়ে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু, কর্ণফুলীতে নিখোঁজ ৩

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, রাঙ্গামাটিতে ডুবুরি না থাকার পরও ফায়ার সার্ভিসের সদস্যরা হ্রদের পানি থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে। এসময় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক শিশুকে নিহতদের মরদেহ উদ্ধারের পরও জীবিত উদ্ধার করা হয়। শিশুটি নৌকার এক কোনের যে অংশটি ডোবেনি সেখানে আশ্রয় নিয়ে বেঁচে ছিল।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ রাসেল জানান, চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির হতে সড়কপথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য তীর্থ ভ্রমণে কাপ্তাই উপজেলার শীলছড়িতে আসেন। তীর্থ ভ্রমণে এসে দলটি কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদী ভ্রমণে বের হয়। তীর্থযাত্রীদের বোট ডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দুইজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

কর্ণফুলী কাপ্তাই লেক নৌকাডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর