Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৯

কুবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সুজন আহাম্মেদ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রাস্তার অপর পাশে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে সুজন মারা যান। আহত অবস্থায় সুজনের মা ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ওই শিক্ষার্থীর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাসের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর