Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর জন্য সিট চাওয়ায়, স্বামীকে পিটিয়ে হত্যা


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৬

ভারতের মহারাষ্ট্রের কল্যাণ থেকে মুম্বাই-লাটুর-বিদার এক্সপ্রেস ট্রেনে ওঠার পর স্ত্রীর জন্য সিট চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাগর মারকান্দ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সাগর তার স্ত্রী জয়তি এবং দুই বছরের কন্যা সন্তানসহ ট্রেনে ওঠেন। জণাকীর্ণ ট্রেনে সাগর তার স্ত্রীর জন্য সিট চাইতে গেলে ছয় নারীসহ অন্তত ১২ জন তাকে পিটিয়ে হত্যা করে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ সুপার দীপক সাতোরে জানিয়েছেন, জনাকীর্ণ ট্রেনে স্ত্রীর জন্য সিট চাওয়ার পর অন্তত ১২ জনের গণপিটুনিতে সাগর নামের ওই ২৬ বছর বয়সীর মৃত্যু হয়েছে। তার স্ত্রী বারংবার অনুরোধ সত্ত্বেও পুনে থেকে দাউন্দ পর্যন্ত তাকে নিরবিচ্ছিন্নভাবে পিটানো হয়। পরে দাউন্দের রেলওয়ে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তারা ছয় নারী ও চার পুরুষকে আটক করেছে।

প্রসঙ্গত, সাগর মারকান্দের পরিবার তার এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে সোলাপুর জেলার কুর্দুভাদিতে যাচ্ছিলেন।

ভারত মহারাষ্ট্র মুম্বাই-লাটুর- বিদার এক্সপ্রেস রেলওয়ে পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর