Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে সংবাদকর্মীরা


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪৫

ঢাকা: পেশাগত নিরাপত্তা, সংবাদ সংগ্রহের সময় হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার গোলচত্বরে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘আমরা সবার কথা বলি, অথচ আমাদের কথা বলার কেউ নেই। আমরা রুটি-রুজির নিশ্চয়তা চাই। সাংবাদিকদের সুরক্ষা চাই। কাজ করে বেতন পাই না, বছরের পর বছর বেতন বৃদ্ধি হয় না। আমরা কাজ করে নির্যাতনের শিকার হয়েও বেতন পাই না, আর মালিকরা বাড়ি-গাড়ি করছে। ’ এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুলওয়ারা সুইটি, বাংলাভিশনের সিনিয়র ক্যামেরাপারসন ফজলুল হক ফজলু, এনটিভির সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, শফিক শাহিন, টিসিএ’র সভাপতি মাহবুব আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফয়েজসহ অন্যরা।

মানববন্ধন সংবাদকর্মীরা হামলার প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর