মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সোবহান মারা গেছেন
১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৩
ঢাকা: মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
আব্দুস সোবহান পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন।
আব্দুস সোবহানের মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।