Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু, কর্ণফুলীতে নিখোঁজ ৩


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকাডুবিতেপাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুবলং যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, এ পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে শুক্রবার দুপুরে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি পিকনিক বোট ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে পিকনিক বোট থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙ্গামাটির কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া  কর্ণফুলী নদীতে আরেকটি নৌকাডুবিতে তিনজন নিখোঁজ থাকার খবর জেনেছি।

কর্ণফুলী কাপ্তাই টপ নিউজ নৌকাডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর