Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে বাস-নসিমনের সঙ্গে সংঘর্ষে ৫ শ্রমিকের মৃত্যু


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৯

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা নামে স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

হতাহতরা নছিমনের যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাশিয়ানী উপজেলার চিতা গ্রামের রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (২৪), একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে সুমন মুন্সি (২০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪০), আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল খান জানান, পোনায় ফিডার সড়ক থেকে একটি নসিমন মহাসড়কে ওঠার সময় ফালগুনী পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যরা হাসপাতালে মারা যান।

এ শ্রমিকরা কাশিয়ানী উপজেলার চিতা গ্রাম থেকে ভবন নির্মাণ কাজ করতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গ্রামে যাচ্ছিলেন।

টপ নিউজ দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর