Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৮

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকপ্রদেশে এক মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ওই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর জানা যায়নি। বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

গত বছরের ২৭ ডিসেম্বর এ একই ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালানো হয়েছিল। সেই হামলা ঘটনায় এক মার্কিন ঠিকাদার নিহত হয়। এ হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

পাল্টা হামলা চালিয়ে ওই গোষ্ঠীর প্রায় ২৫ সেনাকে হত্যা করে মার্কিন সেনারা। এরও কয়েকদিন পরই বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

ইরানে কাসেম সোলাইমানিকে হত্যার ৪০ দিন শেষ হওয়ার পর পরই এ রকেট হামলার ঘটনা ঘটল।

ইরাক টপ নিউজ রকেট হামলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর