Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ভারত সফর, গুজরাটে দেয়াল তুলে বস্তি আড়াল


১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৪

আহমেদাবাদে নির্মাণাধীন দেয়াল। ছবি-রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে সামনে রেখে গুজরাটের আহমেদাবাদে বস্তি আড়াল করতে ৪০০ মিটার দীর্ঘ ও সাত ফুট উঁচু দেয়াল নির্মাণ করা হচ্ছে। যে বস্তি আড়াল করার ব্যবস্থা করা হচ্ছে সেখানে হতদরিদ্র ৮০০ পরিবার বসবাস করে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

ভারত সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ওই দেয়াল নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে বস্তি আড়াল করার কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

তবে ওই দেয়াল নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার রয়টার্সকে জানিয়েছেন, আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে শহরে ঢোকার মুখে প্রেসিডেন্ট ট্রাম্পের নজর থেকে বস্তিকে আড়াল করতেই এই দেয়াল নির্মাণ করছে সরকার। তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই দেয়াল নির্মাণের কাজ শেষ করতে হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ ও ২৫ তারিখ ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দিল্লি ও গুজরাট সফর করবেন। গুজরাটের আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে ‘কেম ছো ট্রাম্প’ নামের এক আয়োজনে যোগ দেবেন। সেখান তার জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

এর আগে, যুক্তরাষ্ট্রের হাউস্টনে ‘হাউডি মোদি’ নামের এক অনুষ্ঠান আয়োজন করে নরেন্দ্র মোদিকে বরণ করে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- ‘বন্ধু’ মোদির দেশে প্রথম সফর, আগ্রহ নিয়ে অপেক্ষা ট্রাম্পের

 

 

 

আহমেদাবাদ গুজরাট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর