নির্মলেন্দু গুণ সিসিইউতে ভর্তি
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৩
ঢাকা: কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ল্যাব এইডের ডা. বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
এদিকে কবির পরিবার সূত্রে জানা গেছে, নির্মলেন্দু গুণের শরীরের একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিডনি জটিলতার পাশাপাশি তার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। প্যাথলজি পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফর পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
নির্মলেন্দু গুণ দেশের জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পুরস্কার পেয়েছেন।
কবি নির্মলেন্দু গুণ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নির্মলেন্দু গুণ ল্যাবএইড হাসপাতাল