Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপের হাইকমিশনার পদে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা নিয়োগ


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৮

ঢাকা: অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা নাজমুল হাসানকে মালদ্বীপের হাইকমিশনার পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য জানান হয়।

বার্তায় বলা হয়, নাজমুল হাসান গত ১৯৮৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর একাধিক দায়িত্বশীল পদে কাজ করেন। সর্বশেষ তিনি নেভি ফ্লিটের কমান্ডার ছিলেন।

বিজ্ঞাপন

দাম্পত্য জীবনে নাজমুল হাসানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নাজমুল হাসান মালদ্বীপের হাইকমিশনার