সরবরাহে রেকর্ড, তবুও ক্ষতি এয়ারবাসের!
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৩
২০১৯ সালে বিশ্বজুড়ে গ্রাহকদের ৮৬৩টি এয়ারক্রাফট সরবরাহ করেছে ইউরোপের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এক বছরে গ্রাহকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক উড়োজাহাজ সরবরাহের নতুন রেকর্ড এটি। তবে সরবরাহের রেকর্ড গড়লেও বছর শেষে লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এয়ারবাস একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায় প্রতিষ্ঠানটি ২০১৯ সালে গ্রাহকদের মধ্যে ৮৬৩টি উড়োজাহাজ সরবরাহ করেছে। এছাড়া এ প্রতিবেদনে ২০২০ সালে এ সংখ্যা ছড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মধ্যে ৮৮০টি উড়োজাহাজ সরবরাহে করবে বলে জানিয়েছে ওই প্রতিবেদনে।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে সরবরাহে রেকর্ড গড়লেও বছর শেষে ১৪৮ কোটি ডলার মোট ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে এয়ারবাস ৩৩০ কোটি ডলার লাভ হয়েছিলো বলে জানা যায়।
এর আগে ২০টি দেশে উড়োজাহাজ বিক্রিতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে চলে আসা মামলা ৪০০ কোটি ডলারে দফারফা করে এয়ারবাস। এ বছর জরিমানার এ অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানটি। জরিমানা পরিশোধের পর বছর শেষে ১৪৮ কোটি ডলার মোট ক্ষতি দেখালো এয়ারবাস। তবে সরবরাহ বাড়িয়ে আগামী বছর নাগাদ এ ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।