Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’র উদ্বোধন


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০০

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ লাইব্রেরির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী।

পরে উদ্বোধনী আলোচনা সভায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। হলের আবাসিক শিক্ষিকা প্রভাষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মোহাম্মাদ নাছির উদ্দীন, নাসিম আহমেদ।

বিজ্ঞাপন

দীর্ঘদিন লাইব্রেরি বন্ধ থাকার পর ২১৮টি বইয়ের সংযোজন করে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। এসময় উপাচার্য তার লেখা দুটি বই লাইব্রেরিতে উপহার দেন। এছাড়াও প্রধ্যক্ষ ড. রেবা মন্ডলকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট গঠিত বঙ্গবন্ধু কাউন্সিলিং সেলের উদ্বোধন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া হল বঙ্গবন্ধু লাইব্রেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর