Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৩

জাবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের ব্যানারে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে জাতীয়তাবদী শিক্ষক ফোরামের সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, ‘আইনের উছিলা দিয়ে দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়েছে- এটা বাংলার আপামর জনতা সবাই বোঝে। তাই বলি এই মানুষকে অন্যায়ভাবে আর কষ্ট না দিয়ে তাকে মুক্তি দেন। এভাবে আর চলতে পারে না। জনগণ এর সমুচিত জবাব দেবে।’

বিজ্ঞাপন

শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘যিনি গণতন্ত্র দিয়েছেন, যিনি অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন- সেই দেশনেত্রীকে আটকে রাখা হয়েছে। অথচ সব অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। সাগর-রুনি হত্যার বিচার হয়নি, কোনো অন্যায়ের বিচার হয় না। তাই আমরা বলতে চাই, এই অসুস্থ মানুষকে আর অন্যায়ভাবে আটকে না রেখে তাকে মুক্তি দিন।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, আই আই টি বিভাগের অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারীসহ অন্যরা।

খালেদা জিয়ার মুক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর