শৈশবের আনন্দ-দুরন্তপনা ফিরিয়ে দিতে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেন’স ডে’
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৬
‘কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ‘সকল ছেলের জুটি’ ভেবে পাচ্ছে না কোন মাঠ ছেড়ে কোন মাঠে আজ এই ছুটির দিনে খেলতে যাবে! অর্থাৎ খেলার জন্য মাঠ আছে কী না কিংবা কোথায় খেলবো এসব নিয়ে তাদের কখনো ভাবতে হয়নি। বরং অনেক মাঠের মধ্যে পছন্দের মাঠ খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছিল রবি ঠাকুরের শিশু-কিশোর জুটি। ছুটির আনন্দে মাতোয়ারা হওয়ার সুযোগগুলো আজ ইট-পাথরের চার দেয়ালে বন্দী। পথ হারিয়ে বনে যাওয়া কিংবা মাঠে ছুটে বেড়ানোর কোনো অবকাশই যে মেলে না আজকালকার শিশুদের দৈনন্দিন রুটিনে।
ব্যস্ততম নগরী ঢাকা শহরে শৈশবের দুরন্তপনা এখন চোখেই পড়ে না। যেখানে খেলার মাঠ পাওয়া যায় না, সেখানে মাঠে ছুটে বেড়ানো শিশু কিশোরকে দেখার সুযোগও থাকার কথা নয়। এখনো স্কুলগুলোতে নিয়ম করে ছুটির ঘণ্টা বাজে ঠিকই, কিন্তু ছুটির পর হৈ হৈ করে মাঠের দিকে ছুটে যাওয়া শিশু কিশোরের দল চোখে পড়ে না। আমাদের কোমলমতি শিশুদের শৈশবকে দুরন্ত ও আনন্দময় করে তুলতে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে পারে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল)-ইতোমধ্যে এগিয়ে এসেছে, যা খুবই ইতিবাচক। যেমন এএফবিএল-এর ডেইরি ব্র্যান্ড ফার্ম ফ্রেশ প্রতিবছর বিশেষ দিনে চিলড্রেনস ডে পালন করে থাকে, যেখানে শিশুদের জন্য একই সঙ্গে মজার এবং শিক্ষামূলক সব আয়োজন থাকে।
তারই ধারাবাহিকতায় এবারও রাজধানীর গুলশান-২-এর শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কে (পূর্বের ওয়ান্ডারল্যান্ড) শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে’। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিনই সারাদিন শিশুদের জন্য চমৎকার সব খেলাধুলার আয়োজন করা হয়েছে। যার মধ্যে আছে চিত্রাঙ্কন, কোলাজ ক্রাফট, হাতের লেখা, পুতুল নাটক ও গল্প, বলা প্রতিযোগিতা এবং সিসিমপুর, ম্যাজিক শো, কমেডি ও মাইম শো, থ্রিডি বায়োস্কোপসহ আরও চমৎকার সব আয়োজন। শহুরে জীবনে শিশুরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে দুই দিন আনন্দে কাটাতে পারে, সে লক্ষ্যে ফার্ম ফ্রেশ-এর এই আয়োজন।