পল্টনের ডিআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৬
ঢাকা: রাজধানীর পল্টনের দৈনিক বাংলা মোড়ের পাশে বক্সকালভার্ট রোডের ডিআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে ওই ভবনের ১২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল আহমেদ আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ওই ভবনের ১২ তলায় ইসলামিক ইনস্যুরেন্স ও বাংলাদেশ ব্যাংকার্সের অফিস রয়েছে। আগুনে ওই অফিস দুটির প্রচুর পরিমানে কাগজপত্র পুড়ে গেছে। এখন সেখান থেকে পোড়া ছাই উড়ে এসে পড়ছে।