Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার চবি শিক্ষার্থীদের বাস


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও হাটহাজারি শিক্ষার্থীদের বহনকারী (নববাক ১) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হাটহাজারি মনিয়া পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। দুর্ঘটনায় আহতদের আশেপাশের মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহতরা হলেন- শাহাদাত হোসেন, ইয়াসিন, নাঈমা সুলতান, রাকিবুল হাসান, সিরাজ, আবিদ, নুসরাত সুলতানা, আজম, রামেল, রাকিবুল, আরিফ, রাইহান, মো. হাছান, ইসতেয়াক, তাপসির আখতার, শাহরিয়ার, সাকিব, নিপা, বাবুল। এছাড়া আহত আরও কয়েকজনের নাম পাওয়া যায়নি।

দুর্ঘটনার শিকার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র জাফর সারাবাংলাকে বলেন, ‘আমাদের বাসের সামনে শহরগামী একটি বাস ছিল। ওই বাসটি সাইড দিচ্ছিল না। পরে ওভারটেক করতে গিয়ে আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। তবে পেছনে যারা ছিলেন তারা বেশি আহত হয়েছে।

হাটহাজারি থানার ওসি মাসুদ আলম বলেন, ‘দুর্ঘটনায় প্রায় ২০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। তাদের সবাইকে মেডিকেলে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারা একটু বেশি আহত হয়েছেন তাদের হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

চবি দুর্ঘটনা বাস শিক্ষার্থী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর