Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমানের ক্লিনার আটক


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৪

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চার কেজি বারসহ বিমানের ক্লিনার জনাথন মুক্তি বারিকদারকে (৩৪) আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন( এপিবিএন)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ক্লিনার জনাথন মুক্তি বারিকদাকে (৩৪) সকাল ৯টা ২০ মিনিটে আটক করা হয়। সে বোর্ডিং ব্রিজের ৭ নম্বরে কাজ করছিল। তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি এপিবিএন দায়িত্ব পালনের সময় তাকে চেকিং করতে চাইলে তিনি সেটা করতে দেননি। পরে তাকে এপিবিএন’র সদর দফতরে এনে সব সংস্থার উপস্থিতিকে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের ৪ কেজি বার পাওয়া যায়। আটক বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

আলমগীর হোসেন আরও জানান, ২০১৪ সালে জনাথন মুক্তি বিমানের ক্লিনার হিসেবে যোগদান বরে। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালানের বিশেষ আইনে মামলা দায়ের করা হবে।

ক্লিনার বিমান স্বর্ণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর