হাতিরপুলে নারী খুন, স্বামী আটক
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৮
ঢাকা: রাজধানীর হাতিরপুল এলাকায় সাজেদা (৩৫) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ফেরদৌসকে (৪০) গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুতের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সিআইডি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক সুরতহাল শেষে সাজেদার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের কথা ফেরদৌস স্বীকার করেছেন। পেশায় রিকশা চালক ফেরদৌসের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে। ৯ ও ৭ বছর বয়সের দুটি ছেলে রয়েছে তাদের। স্ত্রীকে খুনের পর ঘরের ভেতরেই বসে ছিলেন ফেরদৌস, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।