Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কৃষকরা হয়রানির শিকার হলে জড়িতদের ছাড় দেওয়া হবে না’


১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৩

বরিশাল: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক ধান বিক্রি করতে এসে কোনো রকম হয়রানির শিকার হলে খাদ্য গুদাম রক্ষক বা এর সঙ্গে জড়িতদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং তাদের ধান বিক্রি করতে এসে গুদামের শ্রমিকদের বাড়তি মজুরি দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের চাল রফতানি করার লক্ষ্যে সারাদেশে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এই দফতরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিকভাবে কাজ করতে বলেন।

ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাহাই-বাচাই করার নির্দেশ দেন মন্ত্রী।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর