Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা, আটক ৯


১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৭

হিলি (দিনাজপুর): সোনালি ব্যাংক থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আটক হওয়ারা হলেন, আশিক হোসেন, মানিক মিয়া, আল আমিন, বোরহান উদ্দিন, রানা হোসেন, আরমান আলী, নুরুল ইসলাম, নাসিমা খাতুন, ইমরান আলী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ একথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩ টার দিকে হিলি স্থলবন্দরের সামনে সোনালি ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে চুরির চেষ্টা চালানো হয়। এসময় ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি টের পেলে চোররা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর অভিযান চালানো হয়। আটক করা হয় অভিযুক্তদের।

কোর্টে হাজির করা হলে আদালত তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করেন।

চুরির চেষ্টা ব্যাংকে চুরি সোনালী ব্যাংক হিলি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর