বইমেলায় নুসরাত রীপার ‘রোদ্দুরে ভেসে যায় জোছনার রাত’
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৩ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৪
ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় বের হয়েছে কথাসাহিত্যিক নুসরাত রীপার গল্পের বই ‘রোদ্দুরে ভেসে যায় জোছনার রাত’। এটি বের করেছে চলন্তিকা প্রকাশনী। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে চলন্তিকার ৬৭১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এটির মুদ্রিত দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
বইটিতে মোট ১৪টি গল্প আছে। সেগুলো হলো ‘বৃষ্টিঝরা রাত’, ‘ডালিয়া’, ‘একজন হোসেন আলী’, ‘রোদ ও মেঘের খেলা’, ‘অঘ্রানের গান’, ‘গোধূলী জীবন’, ‘অচেনা আপন সুর’, ‘আলেয়া’, ‘ভালোবাসাগুলো মরে গিয়ে বেঁচে থাকে’, ‘সানজুর বিয়ের প্রাসঙ্গিকতা ও অপ্রাসঙ্গিকতা’, ‘গল্পটা মা ও ছেলের’, ‘রোদ্দুরে ভেসে যায় জোছনার রাত’, ‘জীবনের পথে পথে।’
‘রোদ্দুরে ভেসে যায় জোছনার রাত’ এটি নুসরাত রীপার প্রকাশিত প্রথম বই।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘মানুষের জীবনযাপনের মধ্যে নানা ঘাত-প্রতিঘাত, অভিজ্ঞতা-অনভিজ্ঞতা থাকে। এগুলোর বিশদ পরিচয় পাওয়া যাবে কাহিনিগুলোয়। রোদ্দুরে ভিজে যায় জোছনার রাত এটি নিছক ব্যক্তিজীবনের গল্প নয়, এটি সমাজ-জীবনের বিচিত্র বিষয়ের শৈল্পিক বয়ান। আশা করি, ভিন্নস্বাদের গল্পের সমাহারে সাজানো আমার প্রথম বইটি পাঠকদের ভালো লাগবে।’