২১ ফেব্রুয়ারির সঙ্গে ৮ ফাল্গুন ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৭
ঢাকা: দেশের সব সরকারি-বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে ২১শে ফেব্রুয়ারির পাশাপাশি বাংলা মাসের ৮ই ফাল্গুন তারিখটিও ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চুয়াডাঙ্গার বাসিন্দা নসকর আলীর পক্ষে আইনজীবী মনিরুজ্জামান লিংকন রিটটি দায়ের করেন।
রিটে সকল সরকারি-বেসরকারি পর্যায়ে ২১শে ফেব্রুয়ারির সঙ্গে বাংলা সনের ৮ ফাল্গুন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনার পাশাপাশি তারিখটি ব্যবহার করতে বিবাদীর নিস্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।