Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন হয়েছি, সারাবিশ্বে মাথা উঁচু করে চলব: প্রধানমন্ত্রী


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলাধুলায় আমরা পিছিয়ে নেই। আমাদের ছেলেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এটি আমাদের বিরাট অর্জন। আমরা কোনোদিক দিয়ে পিছিয়ে থাকব না, বিজয়ী জাতি হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে চলব।’

বুধবার (১ ফেব্রুয়ারি) গণভবনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ৬৪ জেলায় মাসব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

সিলেট শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক এম কাজী ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে একজন সংস্কৃতিকর্মী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় দেখতে পেয়েছি একজন নেত্রীর নেতৃত্বে একটি দেশ কি করে সবকিছুতে উন্নতির শিখরে উঠতে পারে এবং বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা করেন তিনি।

এ বিষয়ে প্রধানমনন্ত্রী বলেন, ‘আমি একটি খবর দিতে চাই। আমাদের পরিবারও কিন্তু এ সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত। আমার ভাই শেখ কামালও কিন্তু নিজে নাটকে অভিনয় করত এবং খুব ভালো অভিনয় করত সে।’

ছোট ভাই শেখ কামালের খেলাধুলাসহ বিভিন্ন গুণাবলির দিক তুলে ধরে বড় বোন শেখ হাসিনা বলেন, ‘চমৎকার নাটক করতে পারত এবং উপস্থিত নাটকেও (পথনাটক) সব সময় অংশগ্রহণ করত। কাজেই এই নাটকের সঙ্গে বা সংস্কৃতি চর্চার সঙ্গে আমরা সবসময় জড়িত।’

‘আমরা চাই, আমাদের ছেলেরা ধীরে ধীরে এর সঙ্গে আরও সম্পৃক্ত হোক। তাদের ভেতর সুপ্ত প্রতিভাগুলো সেগুলো আরও বিকশিত হওয়ার সুযোগ পাক। আর খেলাধুলায় আমরা পিছিয়ে নেই। আমাদের অনুর্ধ্ব-১৯ আজকে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটিও আমাদের জন্য বিরাট অর্জন। কাজেই আমরা কোনদিক দিয়ে পিছিয়ে থাকব না। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে চলব।’

বিজ্ঞাপন

ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রামে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে বিভিন্ন নাট্যগ্রুপের পরিবেশিত কয়েকটি নাটক ও স্থানীয় পরিবেশনা উপভোগ করেন তিনি। গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় শিল্পকলা একাডেমীর লিয়াকত আলী লাকিসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

প্রযুক্তিনির্ভর বিশ্বে আমরা এগিয়ে থাকতে চাই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ টপ নিউজ প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট শেখ হাসিনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর