শিশু জিহাদের মৃত্যু: ৪ আসামির আপিলের রায় পড়া শুরু
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৯
ঢাকা: রাজধানীর শাহাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে তিন বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডিত চার আসামির আপিলের রায় পড়া চলছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিচ্ছেন।
২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারিক আদালত।
দণ্ডিতরা হলেন শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ঠিকাদারি প্রতিষ্ঠান জে এস আরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম ওরফে শফিকুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি।
এ দণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। ওই আপিলের শুনানি শেষে হাইকোর্ট বিকেলে রায় পড়া শুরু করেন।