২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই ‘সমন্বিত’ ভর্তি পরীক্ষা
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৭
ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘সমন্বিত’ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ প্রথমে রাজি না থাকলেও এখন সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বুধবারের (১২ ফেব্রুয়ারি) সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখানে ঢাবি, জাবি ও বুয়েটসহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির সদস্যরা উপস্থিত ছিলেন। সমন্বিত ভর্তি পরীক্ষায় এখন আর কোনো বাধা দেখছি না।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করছি, মার্চের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যিালয়গুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হবে। ভর্তি পরীক্ষা ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় যথাসময়ে জানানো হবে।’
সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে জানতে ঢাবি উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সারাবাংলাকে তিনি বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কমিটির। আমি এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বুধবারের সভায় কী আলোচনা হয়েছে সে ব্যাপারেও কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাবি উপাচার্য। তবে কমিশনের একাধিক সূত্র বলেছে, সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে কমিশনকে সম্মতি দিয়ে এসেছেন ঢাবি উপাচার্য। তবে এ ব্যাপারে বুয়েট ও জাবি উপাচার্যের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।