Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ঘোসেনের কাছে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ চায় নিশান


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৪

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটরসের সাবেক চেয়ারম্যান কার্লোস ঘোসেনের বিরুদ্ধে এবার নতুন আরেকটি মামলা করলো প্রতিষ্ঠানটি। বুধবার (১২ ফেব্রুয়ারি) নিশান এক বিবৃতিতে জানায়, জাপানের একটি আদালতে ৯ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।

জাপানের ইয়োকোহামা জেলার একটি আদালতে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানায় নিশান। সাবেক চেয়ারম্যান কার্লোস ঘোসেনের আর্থিক অনিয়মের কারণে যে বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির, তা পুষিয়ে নিতে ক্ষতিপূরণ আদায় করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিজ্ঞাপন

এর আগে কার্লোস ঘোসেনের বিরুদ্ধে নিশানের তহবিল ও তার বেতনের ব্যাপারে অনিয়মের অভিযোগে জাপানে একটি মামলা করে নিশান। এসব অভিযোগে ২০১৮ সালে আটক হন ঘোসেন। পরে ৮৯ লাখ মার্কিন ডলারের বিনিময়ে জামিনে ছাড়া পেলেও জাপান ছাড়তে নিষেধাজ্ঞা ছিল তার ওপর। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ডিসেম্বরে জাপান ছেড়ে লেবাননে পাড়ি জমান সাবেক নিশান বস। এবার পলাতক কার্লোস ঘোসেনের বিরুদ্ধে ৯ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকলো প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কার্লোস ঘোসেন তার বিরুদ্ধে এসব আর্থিক কেলেঙ্কারির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

কার্লোস ঘোসেন নিশান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর