Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ হ্যাম্পশায়ারের লড়াই জিতলেন বার্নি স্যান্ডার্স


১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৬

নিউ হ্যাম্পশায়ার বিজয়ের পর বার্নি স্যান্ডার্স। ছবি – এপি

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট দল থেকে কে প্রতিদ্বন্দ্বীতা করবেন তা ঠিক করতে, নিউ হ্যাম্পশায়ারের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি ভোটের লড়াইয়ে নেমে ছিলেন ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশীরা। সবাইকে পিছনে ফেলে ডেলিগেটদের ভোটে লড়াই জিতেছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে নিউ হ্যাম্পশায়ার প্রেসিডেন্সিয়াল প্রাইমারির ফলাফল ঘোষণা করা হয়। খবর এপি।

বিজ্ঞাপন

এর আগে, আইওয়া ককাসে ডেলিগেটদের ভোটে যৌথভাবে বিজয়ী হয়েছিলেন বার্নি স্যান্ডার্স ও পিট বোটেজিজ। নিউ হ্যাম্পশায়ারের লড়াইয়ে বার্নি স্যান্ডার্সের নিকটতম প্রতিদ্বন্দ্বীও সেই পিট বোটেজিজ।

এদিকে, ৭৮ বছর বয়সী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী এবং ৩৮ বছর বয়সী পিট বোটেজিজ সাউথ বেন্ডের সাবেক মেয়র। ডেমোক্রেট দল থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা এই দুই প্রার্থী আলাদা দুইটি প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। তাই, ডেমোক্রেটদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেওয়া শেষ পর্যন্ত কঠিন এক পরীক্ষায় পরিণত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউ হ্যাম্পশায়ারের প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে তৃতীয়স্থান লাভ করেছেন অ্যামি ক্লোবুচার। যথাক্রমে চতুর্থ ও পঞ্চমস্থান লাভ করেছেন এলিজাবেথ ওয়ারেন ও জো বাইডেন।

এই জয়ের প্রতিক্রিয়ায় বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, ডেমোক্রেটরা এই প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবে, কারণ তাদের নির্বাচনি ইশতেহার আমেরিকার গণমানুষের কথা মাথায় রেখে তৈরি করা।

ডেমোক্রেটদের পরবর্তী প্রার্থী বাছাইয়ের লড়াই অনুষ্ঠিত হবে সাউথ ক্যারোলিনায়। চলতি মাসের শেষদিকে ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীরা সাউথ ক্যারোলিনার লড়াইয়ে অবতীর্ণ হবেন।

আইওয়া ককাস টপ নিউজ নিউ হ্যাম্পশায়ার পিট বোটেজিজ বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ সাউথ ক্যারোলিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর