মহাখালীর সড়ক ছেড়েছে পোশাক শ্রমিকরা, যানজট চরমে
১২ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩০
ঢাকা: তিনদিন কারখানায় প্রবেশ করতে না দেওয়া ও ৮০ জন কর্মীকে ছাঁটাইকে কেন্দ্র করে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়ক অবরোধ করে পোশাক বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা। এতে সড়কে যানজট চরম আকার ধারণ করে।
বুধাবর (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে কানিজ গার্মেন্টসের কর্মীরা মহাখালী বাস স্টান্ড এলাকার প্রধান সড়ক দখল করে।
পরে পুলিশ এসে পোশাক শ্রমিকদের প্রধান সড়ক সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল শুরু হলেও সড়কের যানজট চরম আকার ধারণ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। তবে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।