কভিড-১৯: চীনে মৃত ১১০৫, ভুগছেন ৪৪ হাজার
১২ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৪
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগে চীনে ১১০৫ জনের মৃত্যু হয়েছে। এই রোগে ভুগছেন প্রায় ৪৪ হাজার মানুষ। বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রাণঘাতী রোগটির নামকরন করে কভিড-১৯।
এদিকে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুধুমাত্র মঙ্গলবারেই (১১ ফেব্রুয়ারি) কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হুবেই প্রদেশে মারা গেছেন ৯৪ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল ওই প্রদেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৬৮ তে।
প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে সর্বপ্রথম সনাক্ত করা হয়। তারপর থেকেই দ্রুততম সময়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিরোধক তৈরি হয়নি। এই ভাইরাসের কারণে কভিড-১৯ রোগে আক্রান্তরা শ্বাস প্রশ্বাসের সংক্রমণের শিকার হন। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তুলনামূলকভাবে বয়স্ক এবং আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন এমন করোনাভাইরাস আক্রান্তদের মৃত্যু হচ্ছে।