Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে ছুরিকাঘাতে কিশোর আহত, আরেক কিশোর আটক


১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০০

ঢাকা: রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ছুরিকাঘাতে সানি (১৩) নামে কিশোর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সবুজবাগ বাসাবো হিরাজিল গলিতে এই ঘটনাটি ঘটে।

আহত সানি শরীয়তপুর নড়িয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে সে কদমতলী এলাকায় থাকে। তার বাবা সিরাজ মিয়া পেশায় একজন সেনেটারি মিস্ত্রি।

সানির বাবা সিরাজ মিয়া জানান, বিকেলে বাসার সামনে হিরাঝিল গলিতে আলামিন নামের আরেক কিশোর তার ছেলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। চিৎকারে শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।।

তবে আলামিন কেন সানিকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চিকিৎসকরা জানিয়েছেন সিরাজ মিয়ারঅবস্থা আশঙ্কাজনক। তাকে রক্ত দেওয়া হচ্ছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিশোর ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর