সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি
১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৭
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরেক বাংলাদেশির সন্ধান পাওয়া গেছে। এটি দেশটিতে শনাক্ত হওয়া ৪৭ নম্বর ঘটনা। এর আগে ৪২ নম্বর ঘটনা হিসেবে একজন কভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।
মাদারশিপ জানিয়েছে, নতুন আক্রান্ত বাংলাদেশি, ৪২ নম্বর ঘটনা হিসেবে চিহ্ণিত ওই বাংলাদেশির সংস্পর্শে এসেছিলেন। তবে এদের দুজনের কারোরই সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণের রেকর্ড নেই।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া বাংলাদেশির বয়স ৩৯ বছর। তিনি দেশটিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তাকে বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে (এনসিআইডি) সবার থেকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। পরদিন তিনি চিকিৎসকের কাছে যান। পরে ১০ ফেব্রুয়ারি এনসিআইডিতে যান এবং পরীক্ষা করান। পরীক্ষায় কভিড-১৯ রোগ ধরা পড়ে।
সিঙ্গাপুরে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত দুই বাংলাদেশিই সিঙ্গাপুরের সেলেটার এলাকার এরোস্পেস হাইটসে কাজ করতেন। এটি কানাডার এরোস্পেস কোম্পানি বমবার্ডিয়ারের সিঙ্গাপুর সার্ভিস সেন্টার।
মাদারশিপের প্রশ্নের জবাবে বমবার্ডিয়ার জানিয়েছে, তাদের সিঙ্গাপুর সার্ভিস সেন্টারে থার্ড পার্টি কন্ট্রাকটরের হয়ে কাজ করতেন ওই দুই বাংলাদেশি। তবে তারা আরও জানিয়েছে যে, এরোস্পেস হাইটসের মূল সার্ভিস সেন্টারে তারা কখনো প্রবেশ করেননি। পাশের দুটি স্থানে ছিল তাদের কাজ।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৪৭ জন কভিড-১৯ রোগির সন্ধান পাওয়া গেছে। তাদের সবাইকেই যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিঙ্গাপুর থেকে চীনের হুবেই প্রদেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া চীন ভ্রমণেও নিরুৎসাহিত করা হচ্ছে। সেইসঙ্গে যারা চীন থেকে আসছেন তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ও সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সারাবাংলা/এসএমএন
করোনা আক্রান্ত বাংলাদেশি করোনাভাইরাস টপ নিউজ সিঙ্গাপুরে করোনা