দিল্লির ‘মসনদে’ আবারও কেজরিওয়াল, অভিনন্দন মোদির
১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৬
দিল্লির বিধানসভা নির্বাচনে আবারও বিজেপিকে নাকানি-চুবানি খাওয়াল আম আদমি পার্টি (এএপি)। বিধানসভার ৭০ আসনের মধ্যে এএপি পার্টি ৬২ আসন পেয়েছে। অপরদিকে বিজেপি পেয়েছে ৮টি আসন। তবে কংগ্রেস বরাবরের মতোই ফিরল খালি হাতে। কিন্তু বিজেপির উন্নতি হয়েছে বলা যায়, গতবার ২০১৫ সালের চেয়ে এবার তাদের আসন বেড়েছে ৫টি। অপরদিকে ৫টি কমেছে এএপির। খবর হিন্দুস্থান টাইমসের।
টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দিত করেছেন এএপি নেতা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি লেখেন, এএপি ও কেজরিওয়ালকে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ে অভিনন্দন। দিল্লির জনগণের আকাঙ্খা যেন তারা পূরণ করতে পারেন সে কামনা রইল।
রাহুল গান্ধী টুইটারে লেখেন, কেজরিওয়াল ও এএপিকে দিল্লি বিধানসভায় জয়ের শুভেচ্ছা জানাই।
টুইটারে শুভেচ্ছা বার্তার উত্তরে রাহুল গান্ধীকেও ধন্যবাদ দেন কেজরিওয়ালও৷
বিজেপির উগ্র জাতীয়তাবাদী রাজনীতির বিপরীতে এএপি’র উন্নয়নের রাজনীতিই দিল্লির মানুষকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের শপথ নেবেন আগামী ১৪ ফেব্রুয়ারি।