Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় আগুন লাগিয়ে ৩০ জনকে হত্যা


১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৬

সন্দেহভাজন জঙ্গি সংগঠন বোকো হারাম এর হামলায় নাইজেরিয়ায় অন্তঃসত্ত্বা নারী ও ১ শিশুসহ অন্তত ৩০ জন মারা গেছেন। নাইজেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গিরা ঘুমন্ত পর্যটকদের শরীরে আগুন ধরিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

বোর্নো স্টেটের গভর্নরের মুখপাত্র জানান, মাইদুগরির ওউনো গ্রামে রাত দশটার দিকে এই নৃশংস হামলা চালানো হয়। জঙ্গিরা ১৮টি গাড়িও পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় বাসিন্দা সেহু তাংকো বলেন, তারা সব পুড়িয়ে দিয়েছে। এখানে ছিল এমন অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এখনো কোনো জঙ্গি গোষ্ঠী বা সম্প্রদায় হামলার দায়িত্ব স্বীকার করেনি। বোকো হারাম জঙ্গিরা দশক ধরে সেখানে সংঘর্ষে লিপ্ত। তারা প্রায়ই নাইজেরিয়ার সেনাদের ওপর হামলা চালায়, স্থানীয়দের জিম্মি করে। সরকার যদিও বারবার দাবি করেছে, জঙ্গিদের পরাজিত করা হয়েছে। তবে জঙ্গি তৎপরতা সেখানে থামেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি সোমবার (১০ ফেব্রুয়ারি) আফ্রিকান ইউনিয়ন’স এর সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ বলেন, সন্ত্রাসীদের কব্জা থেকে নাগরিকদের মুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে।

জঙ্গি হামলা নাইজেরিয়া বোকো হারাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর