Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৫ সালের মধ্যে বয়স্ক সব নারী-পুরুষের জন্য ভাতা’


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:২১

সংসদ ভবন থেকে: ২০২৫ সাল থেকে বয়স্ক সব নারী ও পুরুষকেই ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ৬২ বছর বা তার বেশি বয়সী সব নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সী সব পুরুষকে ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নে লিখিত জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছরই বয়স্ক ভাতা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। ২০১৯-২০ অর্থবছরে সারাদেশে ৪৪ লাখ জনকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। সে হিসাবে পর্যায়ক্রমে ২০২৫ সালের মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী সব পুরুষ ও ৬২ বছর বা তার বেশি বয়সী সব নারীর জন্যই ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

নুরুজ্জামান আহমেদ বয়স্ক ভাতা সমাজকল্যাণমন্ত্রী সামাজিক নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর