Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে কলেজছাত্র রিমান্ডে


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২১

কুয়াকাটা (পটুয়াখালী): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ইমন হাওলাদার (২০) নামের এক কলেজছাত্রকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুকন্ঠ দে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ কথা নিশ্চিত করেছেন তিনি।

গত ২৮ জানুয়ারি সরকারি মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ইমন হাওলাদার ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেয়।

এ ঘটনার পর পুলিশ তাকে পৌরশহরের বাদুরতলী এলাকা থেকে আটক করে। ইমন হাওলাদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ছবি বিকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর