Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন মেয়র নাছির


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৯

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া বারোটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নাছির।

ফরম সংগ্রহ শেষে মনোনয়ন নিয়ে কতটুকু আশাবাদী জানতে চাইলে আ জ ম নাসির বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেন তাই চূড়ান্ত, আমাদের প্রিয় নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য।’

বিজ্ঞাপন

ফরম বিতরণের সময় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ দফতর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে চসিক সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামসহ আরও ৪ জন ফরম সংগ্রহ করেছেন।

চসিক সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। এর আগে, রোববার ও সোমবার চট্রগ্রাম মহানগর আওয়ামী সাবেক নেতা ও সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম ও তার ছেলে মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম মেয়র নাছির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর