Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু


১১ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬

ঢাকা: রাজধানীর ইসলামপুরে এয়ারকন্ডিশনার (এসি) মেরামতের সময় বিস্ফোরণে আল-আমিন (২০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে।

ইসলামপুরে এসি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আল আমিনের মৃত্যু হয়। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছাড়াও বিভিন্ন স্থানে ফ্যাকচার ছিল। এর আগে গতকাল রাতে আশিক নামে আরও এক শ্রমিকের মৃত্য হয়।

বাচ্চু মিয়া আরও জানান, এই ঘটনায় আরিফ (১৮) নামে এক শ্রমিক ভর্তি আছেন। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে ইসলামপুর লায়ন টাওয়ারের বার তলার ছাদে এ দুর্ঘটনাটি ঘটে।

আল আমিনের সহকর্মী জাহিদুল ইসলাম জানান, ইসলামপুর লায়ন টাওয়ারের বার তলার ছাদে পুরাতন এসি মেরামতের সময় সেখান থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই তিন শ্রমিক দগ্ধসহ আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

জাহিদ আরও জানান, তারা সবাই কেরানীগঞ্জ এলাকায় থাকে। সাভারে একটি কোম্পানি চাকরি করেন। ঠিকাদারের মাধ্যমে ওই ভবনে পুরাতন এসি মেরামতের কাজ করছিল।

মৃত্যু রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর