রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্সে যন্ত্রপাতি আছে, জনবল নেই
১১ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪
কুড়িগ্রাম: নানা সমস্যায় জর্জরিত কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ৩ লাখ মানুষ। পাচ্ছেন না নিয়মিত চিকিৎসাসেবা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যকমপ্লেক্সটি সরেজমিনে ঘুরে দেখা যায়, জনবল সংকটে অকেজো হয়ে পড়ে আছে অধিকাংশ চিকিৎসার যন্ত্রপাতি।
হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা বাড়াতে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটিকে ৫০ শয্যার অবকাঠামোগত উন্নয়ন করা হয়। তবে শয্যায় সংখ্যা বাড়ানো হলেও সে তুলনায় বাড়েনি সরকারি বরাদ্দ। এর ফলে প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসা শত শত রোগী পাচ্ছে না সঠিক সেবা।
রৌমারী উপজেলার মণ্ডলপাড়া গ্রামের ছলিবর, সুতিরপাড়া গ্রামের শহিদ মিস্ত্রি, হরিণধরা গ্রামের রুহুল আমিনসহ আরও কয়েকজনের সঙ্গে সারাবাংলা প্রতিবেদকের কথা হয়। তারা জানান, চরমভাবে অবহেলিত হয়ে পড়েছে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি। সমস্যা রয়েছে পয়ঃনিষ্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহেও।
৫০ শয্যার এই হাসপাতালে অন্তত ১০ জন চিকিৎক থাকার কথা থাকলেও সেখানে রয়েছেন মাত্র পাঁচজন। আর এই পাঁচজনের পক্ষে বিশাল সংখ্যক রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হয়।
পাশাপাশি শূন্য রয়েছে অধিকাংশ পদ। যেমন ৩২ জন স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও আছেন মাত্র চার জন। কমিউনিটি উপসহকারী (স্যাকমো) পদে ছয় জনের স্থানে আছে চার জন, ১৫ জন নার্সের জায়গায় আছে মাত্র ১০ জন। ওয়ার্ড বয় পদে তিন জনের স্থানে আছে একজন, তিনজন আয়ার জায়গায় আছে একজন। এছাড়া পাঁচজন পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ড, ল্যাব টেকনিশিয়ান, সহকারী সার্জন, গাইনি ও সার্জিক্যাল স্পেশালিস্টের পদগুলো দীর্ঘদিন থেকেই শূন্য রয়েছে।
এছাড়া প্যাথলজি বিভাগে নেই কোনো টেকনোলজিস্ট। ফলে রক্ত, মল-মূত্র পরীক্ষা করতে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। দীর্ঘদিন থেকে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়ে রয়েছে। ডেন্টাল ও চক্ষু রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে কিন্তু ডাক্তার নেই।
এব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম বলেন, ‘হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত চাহিদা দিয়ে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’