Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অপরাধীদের হালাল করার রাজনীতি করে: তথ্যমন্ত্রী


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতির কারণে বিএনপি জিয়া ও তারেক রহমানের পদ বাতিল না করায় প্রমাণ করে তারা অপরাধীদের হালাল করার রাজনীতি করে। সেই জন্যে বিএনপি হচ্ছে মানুষ পোড়ানোর ঠিকানা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি-টুয়েন্টি ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায়, তা হলে সেই দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ নয়। তবে বিএনপি যদি আইনের প্রতি বিশ্বাস করতো তাহলে তারা খালেদা জিয়া ও তারেক রহমানের দলীয় পদ বাতিল করতো।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এমআই

ইনু কুষ্টিয়া হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর