দুই কিশোরীকে গণধর্ষণ: তিন আসামি রিমান্ডে
১০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৩
ঢাকা: রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আকতার আলী (৩৮)।
এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উল্লেখ্য, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নোয়াখালী পট্টি এলাকায় সোহেল, রানা বেপারী ও আকতার আলী মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। রাতে নির্যাতিত দুই কিশোরী নিজেরাই থানায় গিয়ে মামলা করে। মামলার পরপরই অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।