মার্চ থেকে পেঁয়াজের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
১০ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৮
ঢাকা: মার্চ থেকে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশি পেঁয়াজ এখনও পুরোপুরি বাজারে আসেনি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম কমবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাজারে পেঁয়াজের দাম কমেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে একেবারেই দাম কমা ঠিক হবে না। কারণ কৃষকদেরও ন্যায্য দাম দিতে হবে।’
চীনের করোনাভাইরাসের কারণে দেশের বাজারে পেঁয়াজের দামে কোনো প্রভাব পড়বে কি-না?- জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘করোনাভাইরাসের কারনে চীন থেকে পেঁয়াজ আমদানি না করলেও এখন দেশের বাজারে প্রভাব পড়বে না। কারণ এখন মিয়ানমার, তুরস্ক, মিশর এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। চীনের জন্য পেঁয়াজের বাজারে প্রভাব পড়বে না। তবে মশলার সমস্যা হবে কিনা সেটা দেখা হচ্ছে। যদি সমস্যা হয় তবে বিকল্প বাজার চিন্তা করতে হবে।’
পেঁয়াজের পাশাপাশি বাজারে রসুনের দাম বাড়তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজের মতো বাজারে যাতে ব্যবসায়ীরা রসুনেরও কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিষয়ে শক্ত অবস্থানে যেতে চাই।’
এদিকে কারোনাভাইরাসের কারনে চীনের পন্য আমদানিতে বাংলাদেশের বাজারে যাতে প্রভাব না পড়ে সেজন্য বিকল্প বাজারের চিন্তা করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সেজন্য পোশাক ব্যবসায়ীদের কাছে প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
টিপু মুনশি বলেন, ‘চীনে করোনাভাইরাসের কারণে বিনিয়োগ বাণিজ্য কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে তা এখনও বলার সময় না এলেও, ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পণ্য চীন থেকে আসে। বিশেষ করে তৈরি পোশাকের কাঁচামাল আসে দেশটি থেকে। যে প্রদেশ থেকে এসব পণ্য আনা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। কারণ সেখান থেকে পন্য আনতে সমস্যা হলে বিকল্প ভাবতে হবে।’
চীন কয়েক দফা ছুটি বাড়িয়েছে, এতে বাংলাদেশের পোশাক খাতে কোনো প্রভাব পড়বে কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীন আবার ছুটি বাড়ালে গার্মেন্টস খাতে প্রভাব পড়বে। তবে ব্যবসায়ীরা কি রিপোর্ট দেয় সেটি দেখতে হবে। তবে এই খাতে রাতারাতি বিকল্প মার্কেট পাওয়া যাবে না।