Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান কাজ নতুন মেয়রকে শেষ করার আহ্বান সাঈদ খোকনের


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৩

ঢাকা: চলমান উন্নয়ন কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য নতুন মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে শুরু করে তারা এই সমস্ত কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাবেন। তাদের প্রতি আমার অনুরোধ রইলো তারা এই সুন্দর কাজগুলো দেখভাল করবেন এবং আরও সুন্দর সুন্দর কাজ করবেন।’

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় বেশ কিছু খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করে জনগণের জন্য খুলে দিয়েছি উল্লেখ করে মেয়র বলেন, ‘যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন আমাদের এই প্রিয় শহরের অনেকগুলো পার্ক ও খেলার মাঠ বেদখল ছিলো। বিভিন্ন মাঠ ট্রাক স্ট্যান্ড ছিলো। যার কারণে আমাদের ছেলে-মেয়ে ও মুরুব্বিদের একটু হাঁটার সুযোগ ছিলো না। এই পরিস্থিতিতে আমরা এই মাঠ ও পার্কগুলোকে উদ্ধার করে আন্তর্জাতিকমানের করার সিদ্ধান্ত নেওয়া হয়।’


মেয়র আরও বলেন, ‘আমাদের ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে আধুনিক করার জন্য কাজ শুরু করি। আমরা শতাধিক স্থপতিদের নিয়ে মাঠগুলোর সাজিয়েছি। এই কাজগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিলো। আমরা আমাদের নাগরিক ও বিভিন্ন প্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজগুলো করেছি। সবাই মিলে যদি কাজগুলো না করা হতো তাহলে সম্ভব হতো না।’

এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ করে বলেন, ‘এই সম্পত্তি আপনাদের, এর রক্ষণাবেক্ষণ আপনারাই করবেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে এই সুন্দর মাঠটির পরিবেশ ধরে রাখতে চাই। আমরা মেয়র ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই। শুধু খিলগাঁওয়ে নয়, ঢাকা শহরে আরও এমন অনেক মাঠ গড়ে উঠেছে। আমি আশা করবো এই মাঠগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।’

উন্নয়ন কাজ খিলগাঁও জোড়পুুকর মেয়র সাঈদ খোকন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর