Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৫

জয়পুরহাট: জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মোফাসছের রহমান বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার শেকটা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোফাসছের রহমান বাবু পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামের বাসিন্দা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, শেকটা সীমান্ত এলাকায় মোফাসছের রহমান বাবুর বাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরেই সে  মাদক বিক্রি করে আসছিল। ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিল সংগ্রহ করে নিজ বাড়িতে রেখে বিক্রি করছে বলে সোমবার ভোরে খবর আসে তাদের কাছে। এর ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ মোফাসছেরকে আটক করা হয়।

ফেনসিডিল জব্দ ফেনসিডিলসহ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর