Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনায়েত উল্লাহর অবৈধ সম্পদের খোঁজে দুদক


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৭

ঢাকা: ঢাকা সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব খন্দকার এনায়েত উল্লাহর জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

দুদক বলছে, ২৯ জানুয়ারি এনায়েত উল্লাহ ও তার প‌রিবা‌রের ব্যক্তিগত গাড়ির ‌তথ্য জানতে চে‌য়ে দুদকের উপ-পরিচালক নূরুল হুদা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে ফেনী বিআরটিএতে।

চিঠিতে বলা হয়েছে, খন্দকার এনায়েত উল্লাহর বিরু‌দ্ধে রাজধানীর আ‌শপা‌শে বি‌ভিন্ন রু‌টে চলাচলকা‌রী ১৫ হাজার বা‌স থে‌কে দৈনিক ১ কো‌টি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ না‌মে বেনা‌মে শত শত কো‌টি টাকার অবৈধ সম্পদ অর্জ‌নের অভি‌যোগ অনুসন্ধান কর‌ছে দুদক। অনুসন্ধানের স্বার্থে এনায়েত উল্লাহ ও তার প‌রিবা‌রের ব্যক্তিগত গাড়ির তথ্য জানতে চায় কমিশন।

এনায়েত দুদক

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর