Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি নিয়ে পার্লামেন্টে ঢুকে পড়লো সশস্ত্র সৈন্যদল


১০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৩

এল সালভাদরের পার্লামেন্টে অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণ চলাকালীন ভারী অস্ত্রে সুসজ্জিত সৈন্যদল ঢুকে পড়ে। পার্লামেন্টে অবস্থান নিয়ে, সমরাস্ত্র ক্রয় বাবদ ১০৯ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অবিলম্বে অনুমোদন দাবি করে তারা। সোমবার (১০ ফেব্রুয়ারি ) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, প্রেসিডেন্ট নায়িব বুকেলে ২০১৯ সালের জুনে এল সালভাদরের ক্ষমতায় আসার পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য পুলিশ ও সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে ঋণের টাকা কাজে লাগানোর ঘোষণা দেন। কিন্তু বিরোধীদের চাপের মুখে প্রেসিডেন্টের ওই পরিকল্পনা আলোর মুখ দেখেনি।

বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পার্লামেন্টে তিনি বিরোধীদলের সদস্যদের প্রতি আহ্বান জানান, তার ওই ঋণ প্রস্তাব যেনো আমলে নেওয়া হয়।

অপরদিকে, এল সালভাদরের বিরোধীদলীয় নেতারা বলেছেন, পার্লামেন্টে সশস্ত্র সৈন্যদেরকে ডেকে এনে প্রেসিডেন্ট তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন, এমন ঘটনা অভূতপূর্ব।

প্রসঙ্গত, হত্যার হারে এল সালভাদর বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মূলতঃ সেন্ট্রাল আমেরিকাভিত্তিক সন্ত্রাসী গ্যাংগুলো ওইসব হত্যার সাথে জড়িত থাকে।

প্রেসিডেন্ট নায়িব বুকেলের সন্ত্রাসবিরোধী অবস্থান ও নিরাপত্তা নীতিকে সমর্থন জানাতে রোববার (৯ ফেব্রুয়ারি) এল সালভাদরের পার্লামেন্টের বাইরে হাজারো বেসামরিক নাগরিক জড়ো হয়েছিলেন বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এল সালভাদর নায়িব বুকেলে পার্লামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর