Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’২১ সালের কলকাতা বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ


১০ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৭

আগামী বছরের (২০২১) ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ৪৪তম আন্তর্জাতিক পুস্তকমেলা-২০২০’র সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে ২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা

পুস্তকমেলার সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়ার সময় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সহ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ২০২০ কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, মেলার শেষদিনে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উপহাইকমিশন কলকাতার আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারের প্রতিপাদ্য ছিল- ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন’। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা এবং বন দপ্তর বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী সুজিত বসু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুজ্জামান খান। মূল প্রবন্ধের ওপর আলোচনায় নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ শ্রী গৌতম ভদ্র ও বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক মিনার মনসুর।

বিজ্ঞাপন

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের উপহাইকমিশনার তৌফিক হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কলকাতা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড এর সভাপতি শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

কলকাতা বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে উৎসর্গ